ঢাকা, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইন্টারনেট লাইন ঠিক করতে গিয়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
ইন্টারনেট লাইন ঠিক করতে গিয়ে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার সিদ্দিক বাজারে ইন্টারনেট লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহ আলম (৩৫) এক যুবক মারা গেছেন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে শাহ আলমকে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শাহ আলমের গ্রামের বাড়ি ফুলবাড়িয়া তারাকান্দা এলাকায়। ঢাকায় বনানীর করাইল বস্তি এলাকায় থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আর বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিহতের সহকর্মী মো. সবুজ মিয়া জানান, একটি কোম্পানি থেকে গুলিস্তান ফুলবাড়িয়া বিআরটিসি বাস কাউন্টারের বিপরীতে সিদ্দিক বাজার মুখে ইন্টারনেট লাইনের কাজ করছিলেন তারা। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহ আলম আহত হয়। পরে হাসপাতালে নিয়ে আসলে মারা যান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ