ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

২০৪১ সালে বাংলাদেশ হবে ‘স্মার্ট বাংলাদেশ’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
২০৪১ সালে বাংলাদেশ হবে ‘স্মার্ট বাংলাদেশ’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আমরা ২০২৩ সালে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। মালোয়েশিয়া, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের অগ্রভাগে রয়েছে।

সব ধরনের প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী বাংলাদেশকে এগিয়ে নিতে অবিরাম কাজ করে যাচ্ছেন। সাফল্যের এ ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালে বাংলাদেশ হবে ‘স্মার্ট বাংলাদেশ’।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় চারঘাট উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও কম্পিউটার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পেছনে কৃষকের ফসল, শ্রমিকের কর্মদক্ষতার পাশাপাশি বিনাশর্তে বিদেশি বন্ধুরও প্রয়োজন রয়েছে। এমন একটি বিদেশি বন্ধু হিসেবে সব সময় আমাদের পাশে থেকেছে জাপান। জাতির পিতা বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের হাত ধরেই জাপান সরকার বাংলাদেশের আপদে বিপদে সব সময় পাশে থেকেছে। আজকের বঙ্গবন্ধু সেতু নির্মাণ; এটিও জাপান সরকারের অবদান। স্বপ্নের সেতু পদ্মাসেতুর পরে যাকে বলা হয় মেঘা প্রকল্পের মেট্রোরেল। এটিও ২০১৪ সালে বর্তমান সরকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জাপান সরকারের সঙ্গে চুক্তি হয়। পুরো মেট্রোরেলের কাজও এগিয়ে চলছে।

শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের গর্ব বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা কখনও চোখ রাঙানিকে ভয় পায় না। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে তিনি আগেও অপ্রতিদ্বন্দ্বী ছিলেন এখনও রয়েছেন। এখন সব ধরনের সরকারি কর্মকর্তাদের অফিসে সাধারণ মানুষ তাদের মনের কথা বলতে পারে। আর এটা সম্ভব হয়েছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারণে।

আগামী ৪১ সালে বাংলাদেশ হবে ‘স্মার্ট বাংলাদেশ’ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়তে হলে দরকার হবে স্মার্ট নাগরিকের। আমাদের ভবিষ্যত নাগরিকদের সেভাবেই গড়ে উঠতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আপনারা সুযোগ দিলে আগামীতেও করবেন।

এর আগে রাজশাহীর চারঘাটের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সরদহ ইউপি চেয়ারমান হাসানুজ্জামান মধু ও ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।