ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
কোম্পানীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. ইব্রাহিম হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের গফুর মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত ইব্রাহীম ওই বাড়ির ইমরান হোসেনের ছেলে।

নিহত শিশুর পিতা ইমরান হোসেন জানান, সকালে তিনি পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন। একই সময়ে তার স্ত্রী পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় পরিবারের লোকজনের অজান্তে শিশু ইব্রাহিম পুকুরে পড়ে যায়।  

পরে স্বজনরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখোজি শুরু করেন। একপর্যায়ে নিহত শিশুর মা পুকুরে তার ছেলেকে অচেতন অবস্থায় ভাসতে দেখে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।    

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদা আক্তার জানান, বিষয়টি সাংবাদিকদের কাছ থেকে শুনেছি। তবে এ বিষয়ে নিহত শিশুর পরিবার পুলিশকে অবহিত করেনি।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।