ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভার্সিটিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল পলকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
ভার্সিটিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল পলকের ওমর ফারুক পলক

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মারা গেছেন, আহত হয়েছেন তার ২ সহপাঠী। নিহতের নাম ওমর ফারুক পলক (২৩)।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে পলককে মৃত ঘোষণা করেন।

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া রিকশাচালক রিয়াদ ফকির বলেন, যাত্রাবাড়ীর ডেমরা রোডের ভাঙ্গা প্রেস এলাকায় মোটরসাইকেলসহ তারা রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের হাসপাতালে নিয়ে আসি। আশপাশের লোকজনের কাছে শুনেছি, একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে গেছে।

এদিকে আহত জুয়েল রানা জানান, তিনি রাজধানীর নারিন্দায় থাকেন। আর পলক থাকতেন কেরানীগঞ্জের জিনজিরায়। মুগদার বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটিতে বিবিএ প্রথম বর্ষের ছাত্র তারা। সকালে পলকের মোটরসাইকেলে করে তারা তিন সহপাঠী ভার্সিটিতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন। আহত তাদের আরেক সহপাঠীর নাম পরিচয় জানা যায়নি। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে বাসটিকে শনাক্ত করা যায়নি। বিস্তারিত জানার জন্য টিম পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।