ঢাকা: নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাজনৈতিক সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার সুষ্ঠু তদন্ত ও এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারকাজ শেষ করার দাবি জানিয়েছে পরিবার।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তারা এসব দাবি জানান।
মানববন্ধনে নিহত মুজাক্কিরের পরিবারের সদস্যরা বলেন, স্বজন হারানোর বেদনা কতটা যন্ত্রণাদায়ক সেটি শুধু যিনি হারিয়েছেন তিনিই বুঝেন। মারা যাওয়া ব্যক্তি যদি পরিবারের কনিষ্ঠ সদস্য হয়, তাহলে সেই যন্ত্রণা আরও বেশি পীড়াদায়ক।
তারা আরও বলেন, সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার মামলা পিবিআইতে স্থানান্তরের পর ২ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলার চার্জশিট দেওয়া হয়নি। তাছাড়া এ ঘটনার ভিডিও ফুটেজে যে সব আসামিদের অস্ত্র হাতে দেখা গেছে তারা কোথায় এসব অস্ত্র পেল, ঘটনার পর এসব অস্ত্র কোথায় গেল, কাদের নির্দেশে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এর সুষ্ঠু তদন্ত প্রয়োজন।
এ সময় মুজাক্কির হত্যার নির্দেশদাতাদের শনাক্ত করতে এ ঘটনায় ইতোমধ্যে গ্রেফতার আসামিদের কল লিস্ট অনুসন্ধানের দাবি জানান তারা। পাশাপাশি মুজাক্কির হত্যার মূল কশীলবদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুজাক্কিরের বড় ভাই মুহাম্মদ নূর উদ্দিন, মেঝ ভাই ফখরুদ্দিন, ভগ্নিপতি মাওলানা আব্দুর ছাত্তার, ভাগিনা আব্দুর রহমান, আব্দুজ জাহের, আব্দুল হাকিম, আব্দুল হাফিজ, আব্দুর রহিম, আব্দুর হামিল ও ডালিম।
উল্লেখ্য, ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জের চাপরাশিরহাটে আওয়ামী লীগের মিছিল ও সমাবেশে সংবাদ সংগ্রহের সময় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এসসি/এসএ