ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তরুণরাই আগামীর মানবিক বিশ্ব গঠন করবে: স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
তরুণরাই আগামীর মানবিক বিশ্ব গঠন করবে: স্পিকার

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তরুণ শিক্ষার্থীদের চিন্তা ও মননে পরমতসহিষ্ণুতা, সবার সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান এবং দেশপ্রেমের মতো মৌলিক মূল্যবোধগুলো গেঁথে দিতে হবে। তরুণরাই আগামীর আলোকিত মানবিক বিশ্ব গঠন করবে।

শনিবার (৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি অ্যালামনাই রিইউনিয়ন ‘প্রাণের মেলা ২০২৩'-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা ইউনিভার্সিটি সোসিওলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব ড. ফেরদৌস জামান স্বাগত বক্তব্য দেন।  

বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাদেকা হালিম, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আখতারুজ্জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক সাবেক সিনিয়র সচিব আখতার হোসেন বক্তব্য দেন।

স্পিকার বলেন, প্রতিটি অ্যালামনাই রিইউনিয়নে প্রবীণ ও নবীনের মধ্যে এক অপূর্ব যোগসূত্র রচিত হয়, যা সমাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখে।  

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে অ্যালামনাইরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যে প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন, তা আগামীতেও অব্যাহত রাখতে হবে। সোসিওলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অনুদান ও বৃত্তি দেওয়াসহ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা দিচ্ছে। এ অ্যাসোসিয়েশনকে সমাজবিজ্ঞান বিভাগসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও গঠনমূলক কার্যক্রমে সহায়তা করার প্রয়াস নিতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে নিজস্ব অবস্থান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবার জন্য সচেতনভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৩
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।