নাটোর: জেলার নলডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৫ মার্চ) দুপুরে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ধারালো বড় ছোরা, একটি বড় লোহার তৈরি লক কাটার ও একটি ছোট লক কাটারসহ ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
গ্রেফতাররা হলেন, নাটোর শহরের উত্তর পটুয়াপাড়ার (ঝাউতলা) নাসের সরদারের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩২), উত্তর পটুয়াপাড়ার (আদর্শগ্রাম) মো. ইবরাহীমের ছেলে মো. ইছব ওরফে ইউসুফ (৩৯) ও শাহজাহান আলী মৃধার ছেলে মো. রাকিবুল হাসান ওরফে টুনু (৩৩)।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, শনিবার (০৪ মার্চ) রাত দেড়টার দিকে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর বাজার সংলগ্ন শ্রী চন্দ্র বিদ্যানিকেতন মাঠের উত্তর-পূর্ব কোনায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অপর সদস্য মো. বাতাস ওরফে ফায়সালসহ (২৪) অজ্ঞাতনামা ২/৩ জন পালিয়ে যান।
ওসি বলেন, গ্রেফতার আসামিদের মধ্যে মো. রাকিবুল হাসান ওরফে টুনুর বিরুদ্ধে আগে একটি অস্ত্র আইনে মামলা রয়েছে।
এ বিষয়ে তাদের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা রুজুর পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এসআইএ