ঢাকা: রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় শিরিন ম্যানশনের তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনায় নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। ওই তৃতীয় তলায় ফিনিক্স ইন্সুরেন্স এর পাশাপাশি নিউ জেনারেশন নামে আরেকটি অফিস ছিল।
রোববার (৫ মার্চ) রাতে তিনজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় নিউমার্কেট থানা পুলিশ।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রমজান আলী বাংলানিউজকে বলেন, রাতে ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনটি মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। সোমবার (৬ মার্চ) মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিহত তিনজন হলেন- নরসিংদীর বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামের আবু সিদ্দিকের ছেলে সাদিকুর রহমান তুষার (৩১)। রাজবাড়ী সদর উপজেলার ধুলদি গ্রামের মৃত গোমেদ শেখের ছেলে সফিকুজ্জামান (৪৪) ও গাজীপুরের টঙ্গীর কোনাপাড়া এলাকার মফিজউদ্দিন খলিফার ছেলে আব্দুল মান্নান (৬৩)।
মৃত সাদিকুরের ভাই সফিকুর রহমান জানান, সাদিকুর বাসাবোর কদমতলা এলাকায় থাকতেন। তিনি শিরিন ম্যানশনের তৃতীয় তলায় নিউ জেনারেশনের এইচআর অ্যাডমিনে কর্মরত ছিলেন।
মৃত মান্নানের স্ত্রী সাহিদা বেগম জানান, তারা লালবাগ পোস্তা ইয়াছিন ব্যাপারী গলিতে থাকেন। তার স্বামী নিউ জেনারেশন কোম্পানির পিয়ন হিসেবে কাজ করতেন।
মৃত সফিকুজ্জামানের বড় ভাই মহিউদ্দিন বলেন, তার ভাই সাভার গেন্ডা এলাকায় থাকতেন। নিউ জেনারেশন কোম্পানির কম্পিউটার অপারেটরের হিসেব কাজ করতেন তিনি।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি সাবু বাংলানিউজকে জানান নিহত তিনজনই একই অফিসে কাজ করতেন।
বাংলাদেশ সময়: ০০২৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এজেডএস/আরআইএস