ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
ঝালকাঠিতে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু প্রতীকী ছবি

ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের চরভাটারাকান্দা গ্রামে নদীতে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- মো. আমানুল্লাহ (১২) ও তার ভাই মো. আব্দুল্লাহ (১০)। এরা ওই গ্রামের দিনমজুর মো. সুমন হোসেনের ছেলে।

নিহতরা আমানুল্লাহ ও আব্দুল্লাহ স্থানীয় মোহাম্মদিয়া এতিম খানার প্রথম ও দ্বিতিয় শ্রেণিতে লেখা পড়া করত।

স্থানীয় কামরুল ইসলাম জানান, পরিবারের সবার অগচরে বাড়ির পাশের ধানসিঁড়ি নদীতে গোসল করতে যায় আমানুল্লাহ ও আব্দুল্লাহ। কিন্তু, বাড়িতে অনেক সময় ধরে না দেখে তাদের খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। পড়ে নদী থেকে ভাসমান অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বৈশাখী বড়াল দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন,‘ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় পানিতে ডুবে নিহত দুই ভাইকে দাফন করার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।