নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ১২ হাজার কেজি (৩০০ মণ) জাটকা (ছোট ইলিশ) জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ মার্চ) কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক লেফটেন্যান্ট শামস্ সাদেকীন নির্ণয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন শরিয়তপুর থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে ১২,০০০ কেজি (৩০০ মণ) জাটকা জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জাটকার প্রকৃত মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ।
তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় ইয়াতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
এমআরপি/এসআইএস