ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৪ বছর আগের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
৪ বছর আগের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সাভার (ঢাকা): ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন লেনী ফ্যাশনস ও লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে অবস্থান নেন তারা।

দুপুর ১টা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছেন।

শ্রমিকদের অবরোধের মুখে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। তীব্র যানজটে পড়েছে যাত্রী ও সাধারণ পথচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  

শ্রমিকদের দাবি, বেপজা কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী ৩০ নভেম্বরই পাওনাদি পরিশোধ করতে হবে। শ্রমিকরা ঢাকা ইপিজেডের কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলবেন না। বেপজা চেয়ারম্যান উপস্থিত হয়ে আগামী ৩০ নভেম্বর সব পাওনা পরিশোধের ব্যবস্থা করলে আন্দোলন স্থগিত হবে।

শ্রমিকরা জানান, শ্রম আইন অনুযায়ী কোনো ধরনের পাওনা পরিশোধ না করেই লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস কারখানা বন্ধ করে দেওয়া হয়। কারখানা বন্ধের চার বছর পেরিয়ে গেলেও প্রায় সাড়ে সাত হাজার শ্রমিকের পাওনা পরিশোধ করা হয়নি। পাওনা পরিশোধের দিন বার বার ধার্য করেও কথা রাখেনি বেপজা কর্তৃপক্ষ। শ্রমিকদের ধৈর্যের বাধ ভেঙে গেছে। পাওনা পরিশোধ না করা পর্যন্ত সড়ক ছাড়বেন না তারা।  

বিক্ষোভ থেকে মোহাম্মদ আলী নামের এক শ্রমিক বাংলানিউজকে বলেন, আমি লেনী অ্যাপারেলস লিমিটেডে কাজ করতাম। কোনো ধরনের নোটিশ ছাড়াই হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়া হয়। এতে করে প্রায় সাড়ে ৭ হাজার শ্রমিককে ফেলা হয় অনিশ্চয়তায়।  

তিনি বলেন, এক মাসের বেতনসহ বিভিন্ন পাওনা মিলিয়ে আমি প্রায় ৪৪ হাজার টাকা পাব। চার বছর অতিবাহিত হলেও সেই টাকা আজও আমরা পাইনি। আগামী ৩০ নভেম্বর শ্রমিকদের পাওনাদি পরিশোধের তারিখ নির্ধারণ করা হয়েছে। এমন তারিখ অসংখ্যবার দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু কোনো শ্রমিকের পাওনা পরিশোধ করা হয়নি। আগামী ৩০ নভেম্বরও পাওনা পরিশোধ করা হবে না- এমন ধারণা থেকেই শ্রমিকেরা সড়কে নেমেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শিল্প পুলিশের এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ওই কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও পাওনাদি রয়েছে। সেই পাওনা পরিশোধের দাবিতে সকাল সাড়ে ৭টার দিকে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।  

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, নানা সংকটের মুখে ২০২১ সালে ডিইপিজেডের কারখানা লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস বন্ধ হয়ে যায়। তবে এখন পর্যন্ত কারখানা শ্রমিকদের সার্ভিস বেনিফিটসহ বিভিন্ন পাওনা পরিশোধ করা হয়নি। ৪ বছরেও পাওনা পরিশোধ না করায় শ্রমিকেরা সড়কে নেমেছেন।  

ডিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান। পরে কথা বলবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।