ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৩০০ মাল্টা গাছ কেটে ফেলল মাদকসেবীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
৩০০ মাল্টা গাছ কেটে ফেলল মাদকসেবীরা

ফরিদপুর: ফলবাগানে মাদকসেবনে বাধা দেওয়ায় রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে প্রায় ৩শ' মাল্টা গাছ। এ ঘটনায় বাগান মালিক অভিযুক্তদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (০৮ মার্চ) দিনগত রাতে ফরিদপুর পৌরসভার বর্ধিত ৩ নম্বর ওয়ার্ডের কোমরপুরে এ ঘটনাটি ঘটে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই বাগান মালিক।

ক্ষতিগ্রস্ত বাগান মালিক মাে. মেজবাউর রহমান বলেন, বখাটেরা রাতের আঁধারে বাগানের চৌকি ঘরে ঢুকে মাদকসেবন করতো। বিষয়টি জানতে পেরে তিনি তাদের বাগান থেকে বের করে দিলে তারা দেখে নেওয়ার হুমকি দেয়। এরপর সকালে বাগানে গিয়ে দেখি মাল্টা গাছগুলো কাটা।


তিনি আরও বলেন, আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। গাছগুলো দুই বছর আগের লাগানো। সেগুলোতে ফুল এসেছিলো। তিনি ঘটনার সঙ্গে জড়িত মারুফ ও ওহিদুজ্জামান নামে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

এ ব্যাপারে কোতোয়ালি থানার এসআই ফাহিম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।