ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ১৯২ গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
মৌলভীবাজারে ১৯২ গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার

মৌলভীবাজার: জুড়ী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সেমিপাকা ঘর পাচ্ছে ১৯২ ভূমি ও গৃহহীন পরিবার।

আগামী বুধবার (২২ মার্চ) উপকারভোগী পরিবারগুলোর কাছে ঘরগুলো হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সরকার প্রধান।

উপজেলা প্রশাসন ইতোমধ্যে এসব ঘরের জমির দলিল ও ঘর হস্তান্তরের সব প্রস্তুতি শেষ করেছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলায় সর্বশেষ হাল নাগাদকৃত ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার সংখ্যা ৪৭৩টি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মোট ২৮১টি গৃহহীন পরিবারকে ইতিমধ্যে পাকা ঘর ও ভূমির কাগজ দেওয়া হয়েছে। আগামী ২২ মার্চ প্রকল্পের চতুর্থ পর্যায়ে নির্মিত ১৯২ পরিবারের মধ্যে ১১৭টি পাকাঘর হস্তান্তর করা হবে। প্রতিটি ঘর নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।

রোববার (১৯ মার্চ) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নির্মাণ কাজের সার্বিক তদারকি চলছে। ঘরগুলোর শতভাগ নির্মাণ কাজ শেষ হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী বলেন, ঘরগুলো এখন শুধু হস্তান্তরের অপেক্ষায়। ঘরগুলোর নির্মাণ কাজ সব সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হয়েছে।

আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানকে সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রঞ্জন চন্দ্র দে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
বিবিবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।