কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা আল আমিনকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪।
রোববার (১৯ জানুয়ারি) দিনগত রাতে গ্রেপ্তারের পর তাকে নিকলী থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে রোববার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানী ঢাকার উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আল আমিন কিশোরগঞ্জের নিকলী উপজেলার পূর্বগ্রামের গোলাপ মিয়ার ছেলে। তিনি নিকলী উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন।
রোববার (১৯ জানুয়ারি) দিনগত রাতে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে নিকলী থানায় দায়ের করা মামলার এজহারনামীয় আসামি হিসেবে আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
আরএ