ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৫ টাকার জন্য ভ্যানচালকের ঘুষিতে প্রাণ গেল আরোহীর  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
৫ টাকার জন্য ভ্যানচালকের ঘুষিতে প্রাণ গেল আরোহীর   ঘাতক ভ্যানচালক মন্টু

সাতক্ষীরা: মাত্র পাঁচ টাকার জন্য কথা কাটাকাটির এক পর্যায়ে ভ্যানচালকের ঘুষিতে প্রাণ গেল আরোহীর।

ঘটনাটি সাতক্ষীরা সদর উপজেলার মোচড়া গ্রামের।

রোববার (১৯ মার্চ) দিবাগত রাত ৮টার দিকে ভ্যানচালকের ঘুষিতে আহত হন মোমরেজুল ইসলাম (৫২) নামের ওই আরোহী।  

একইদিন রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোমরেজুল মোচড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। আর ভ্যানচালকের নাম মিন্টু (৩৫। তিনি একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ভ্যানচালকের সাথে ধাক্কাধাক্কির এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

স্থানীয় বল্লী ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম মনি জানান, রাত ৮টার দিকে আখড়াখোলা বাজার থেকে মিন্টুর ভ্যানে চড়ে মোচড়া গ্রামে যান মোমরেজুল ইসলাম। গন্তব্যে পৌঁছে ভ্যানচালককে পাঁচ টাকা ভাড়া দেন তিনি। কিন্তু ভ্যানচালক মিন্টু ১০ টাকা ভাড়া দাবি করেন। এ নিয়ে তাদের মধ্য কথা কাটাকাটির এক পর্যায়ে ভ্যান চালক মিন্টু আরোহী মোমরেজুলকে ঘুষি দেন। এতে মোমরেজুল অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মোমরেজুল ইসলামের মৃত্যু হয়। তার মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩  
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।