ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
রাজধানীতে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধের ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর পল্টন জিপিও মোড়ে বাসচাপায় আব্দুল জব্বার শরিফ (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জিপিও’র প্রধান গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরে পল্টন থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দেলোয়ার হোসেন জানান, সন্ধ্যার দিকে জিপিও’র প্রধান গেটের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই বৃদ্ধ। এ সময় মতিঝিলগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই বৃদ্ধের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় পাওয়া যায়। মেয়ে হামিদা আক্তার মোবাইল ফোনে জানান, তার বাবার নাম আব্দুল জব্বার শরিফ। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া গ্রামে। বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকেন। তার বাবা বন্ধুর সঙ্গে দেখা করতে কাকরাইল যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।