ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাহিনুর আহমেদের ওপর হামলার তদন্ত-বিচারের আহ্বান যুক্তরাষ্ট্রের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
মাহিনুর আহমেদের ওপর হামলার তদন্ত-বিচারের আহ্বান যুক্তরাষ্ট্রের

ঢাকা: যুক্তরাজ্যভিত্তিক আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির ভাই মাহিনুর আহমেদ খানের ওপর হামলার তদন্ত ও বিচারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ মার্চ) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র এক বিবৃতিতে এই আহ্বান জানান।

মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান শিলার এক বিবৃতিতে বলেন, যুক্তরাজ্য-ভিত্তিক সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির ভাই মাহিনুর আহমেদ খান গত সপ্তাহে মিরপুরে তার বাড়ির সামনে হামলার শিকার হওয়ার খবরটি ঢাকার মার্কিন দূতাবাস অবগত। আমরা মাহিনুর আহমেদ খানের দ্রুত সুস্থতা কামনা করি। একইসঙ্গে আশা করি এই ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত ও অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত ১৭ মার্চ রাতে রাজধানীর মিরপুরে যুক্তরাজ্য-ভিত্তিক আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির ভাই মাহিনুর আহমেদের ওপর দুর্বৃত্তরা হামলা করে।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
টিআর/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।