ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ফকিরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
ফকিরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকে আকেরটি ট্রাক ধাক্কা দেওয়ায় এর চালক মো. সুমন (৪২) নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ মার্চ) দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া এলাকায় সাটের বটতলা স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন মুন্সিগঞ্জ সদরের চাকিদা গ্রামের মোকলেসুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী রুহুল আমিন বলেন, ড্রাম ট্রাকটি রাস্তার পাশে রেখে একটি মসজিদে জুম্মার নামাজ পড়তে যান চালক ও তার সহযোগি। পরে ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা ওই ড্রাম ট্রাকের সম্মুখভাগে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ট্রাকের চালক সুমনের মৃত্যু হয়।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারকে খবর পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।