ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাংবাদিককে হত্যাচেষ্টা: কলি বাহিনীর প্রধানকে আসামি করে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
সাংবাদিককে হত্যাচেষ্টা: কলি বাহিনীর প্রধানকে আসামি করে মামলা

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক সোহেল কিরণ হত্যার চেষ্টাকরীদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রূপগঞ্জ। ক্ষোভে ফুঁসে উঠছে রূপগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এমন আবহে আহত সাংবাদিক সোহেল কিরণের ভাই সাহেল মাহমুদ বাদী হয়ে বুধবার রাতে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় কলি বাহিনীর প্রধান কাঞ্চন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি ও কলি বাহিনীর সন্ত্রাসী আফজালসহ অজ্ঞাত ৭/৮ জনকে প্রধান আসামি করা হয়েছে।  

এদিকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে ঢাকা-সিলেট, এশিয়ান বাইবাস, রূপসী-কাঞ্চন সড়ক অবরোধ করার আলটিমেটাম দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে এশিয়ান বাইপাস সড়কের কাঞ্চন মায়ার বাড়ি স্ট্যান্ডের সামনে মানববন্ধন কর্মসূচিতে এ ঘোষণা দেওয়া হয়। এসময় বাইপাস সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে সাত্তার আলী সোহেল বলেন, সংবাদ প্রকাশের জের ধরে গত ১০ এপ্রিল কলি বাহিনীর সন্ত্রাসীরা বেসরকারি টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি সোহেল কিরণকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। কলি বাহিনী গত এক বছরে কাঞ্চন পৌরসভায় অর্ধশতাধিক ঘটনা ঘটিয়েছে। এ বাহিনীকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে বড় ধরনের কর্মসূচি দিয়ে রূপগঞ্জ অচল করে দেওয়া হবে।  

রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিস্ট লায়ন আব্দুল আলীমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের চিফ রিপোর্টার মনজুরুল ইসলাম।

এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার শহীদুল্লা গাজীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আহত সাংবাদিক সোহেল কিরণের ভাই শাহেল মাহমুদ, রূপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সাত্তার আলী সোহেল, ইনকিলাবের মো. খলিল সিকদার, ভোরের কাগজের নজরুল ইসলাম, ভোরের আকাশের সুশিল সরকার, সমকালের জিয়াউর রাশেদ, যুগান্তরের এ হাই মিলন, দৈনিক বাংলার রাসেল আহমেদ, জনতার আনোয়ার হোসেন, যমুনা টেলিভিশনের জয়নাল আবেদিন জয়, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টিভির জাহাঙ্গীর আলম হানিফ, জাগো নিউজের নাজমুল হুদা, একাত্তর টেলিভিশনের রিয়াজ হোসেন খান, নাগরিক টেলিভিশনের মাহবুব আলম প্রিয়, প্রতিদিনের বাংলাদেশের সাইফুল ইসলাম, সময়ের আলোর রাশেদুল ইসলাম, দেশ রুপান্তরের আতাউর রহমান সানি, কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, এশিয়ান টেলিভিশনের রিপন মিয়া, বশির আহমেদ, শফিকুল ইসলামসহ আরও অনেকে।

আরও পড়ুন >> সাংবাদিককে হত্যাচেষ্টা: ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আলটিমেটাম

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
এমআরপি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ