ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আরাভ খানের ফাইল আমিরাতের মিশনে পাঠানো হচ্ছে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
আরাভ খানের ফাইল আমিরাতের মিশনে পাঠানো হচ্ছে

ঢাকা: দুবাইয়ে পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দেশে ফেরাতে তার ফাইল সত্যায়ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ঢাকার সংযুক্ত আরব আমিরাতের মিশনে পাঠানো হচ্ছে।  

বৃহস্পতিবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।

সাংবাদিকরা আরাভের দেশে ফেরানোর অগ্রগতি জানতে চাইলে সেহেলী সাবরীন বলেন, আরাভ খানকে দেশে ফিরিয়ে আনার জন্য যে ফাইল বা কাগজপত্র, সেগুলো সত্যায়ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ঢাকার সংযুক্ত আরব আমিরাতের  মিশনে পাঠানো হবে।  

সেহেলী সাবরীন আরও বলেন, আরাভ সংশ্লিষ্ট কোনো অগ্রগতি থাকলে পরবর্তীতে গণমাধ্যমকে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল  ৬,  ২০২৩
টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।