ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
নরসিংদীতে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

নরসিংদী: নরসিংদীর শিবপুরে অস্ত্র ও গুলিসহ মো. হান্নান (৪৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১১ এপ্রিল০) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার শাষপুর-পালপাড়া সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হান্নান রায়পুরা উপজেলার সোনাকান্দি পূর্বপাড়ার মৃত দুলু মিয়ার ছেলে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সামসুল আরেফিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শিবপুরের শাষপুর থেকে পালপাড়া সড়কে অভিযান পরিচালনা করে। সেখানে একিটি মুদির দোকানের সামনের সড়ক থেকে হান্নানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিষ্ফোরক সহ সাতটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এছাড়া রায়পুরা থানার একটি মামলায় ৭ বছরের সাজা ওয়ারেন্ট মূলতবী আছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।