ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
পাটগ্রামে সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু, আহত ১

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে সেপটিক ট্যাংক সংস্কার করতে গিয়ে খাইরুল ইসলাম (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক শ্রমিক।

 

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

মৃত খায়রুল ওই ইউনিয়নের অহিদুল ইসলাম ইসলামের ছেলে। আহত শ্রমিকের নাম এরশাদ হোসেন।  

স্থানীয়রা জানান, বুড়িরবাড়ী গ্রামের জুলপি মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক সংস্কার করতে খায়রুলসহ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। একপর্যায়ে সেপটিক ট্যাংকে খাইরুলসহ এরশাদ হোসেন পড়ে যান। দীর্ঘ সময় চেষ্টার পর তাদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে খাইরুলের মৃত্যু হয়। আর এরশাদকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।  

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। মৃত খায়রুলের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।