ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে দেশীয় মদ তৈরির উপকরণসহ আটক এক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
ঝিনাইদহে দেশীয় মদ তৈরির উপকরণসহ আটক এক 

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল এলাকা থেকে দেশীয় মদ তৈরির উপকরণসহ রবিউল ইসলাম (৪৫) নামে এক ফল বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সেসময় ৮০ লিটার দেশীয় মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রবিউল ইসলাম ঝিনাইদহ শহরের কাঞ্চননগর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

ঝিনাইদহ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি শাহীন উদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শহরের বাস টার্মিনাল এলাকায় একটি ফলের দোকানে দেশীয় মদ তৈরি হয়। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় ফলের দোকান থেকে দেশীয় মদ তৈরির ৮০ লিটার উপকরণ জব্দ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।