ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাপানের মিরাইকান জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মহিউদ্দিন মাহমুদ, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
জাপানের মিরাইকান জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইং

টোকিও (জাপান) থেকে: জাপানের বিজ্ঞান ও উদ্ভাবনবিষয়ক জাতীয় জাদুঘর মিরাইকান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে টোকিও-তে অবস্থিত এ জাদুঘর পরিদর্শন করেন তিনি।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মিরাইকান জাদুঘরের (ইর্মাজিং সায়েন্স অ্যান্ড ইনোভেশন বিষয়ক জাতীয় জাদুঘর) বিভিন্ন অংশ ঘুরে দেখেন। সেখানে পৌঁছালে জাদুঘর কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিবেশবান্ধব আবহাওয়ায় মানবজাতি কীভাবে টেকসই উপায়ে টিকে থাকতে পারে সেসব বিষয় কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে।

কার্বন ডাই অক্সাইড নির্গমন, প্লাস্টিক এবং মানুষের অন্যান্য কর্মকাণ্ড কীভাবে মানবজাতি ও পৃথিবীর অন্যান্য প্রাণীদের জীবনকে ঝুঁকিপূর্ণ করছে এবং এটি থেকে বাঁচার উপায় সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

প্রধানমন্ত্রী স্পেসশিপের ওপর একটি প্রদর্শনী প্রত্যক্ষ করেন। এ পরিদর্শনে শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।

অন্যান্যের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন।

এ জাদুঘর পরিদর্শন করে দর্শনার্থীরা প্রযুক্তিগত অগ্রগতি, সাধারণ বিষয় থেকে শুরু করে সর্বশেষ প্রযুক্তি, বৈশ্বিক পরিবেশ, মহাকাশ অনুসন্ধান এবং জীবন বিজ্ঞান বিষয়ে জানতে পারেন।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এমইউএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।