ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলো ট্রাক, ব্যবসায়ী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মে ৪, ২০২৩
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলো ট্রাক, ব্যবসায়ী নিহত 

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার ঘটনায় একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ মে) সকালে সদর উপজেলার সালান্দর চৌধুরীহাটে এ দুর্ঘটনা ঘটে।

 

ঠাকুরগাঁও জেলা ফায়ার সার্ভিস অ্যাান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সারোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের নাম মাসুদ রানা (৩৪)। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পূর্ব দলিয়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- হাসেম আলী, মোহাম্মদ শালিন ও ছালিন হোসেন। হতাহতরা সবাই একই গ্রামের বাসিন্দা এবং পেশায় গরু ব্যবসায়ী।

স্টেশন অফিসার সারোয়ার হোসাইন বলেন, সিরাজগঞ্জ থেকে গরু কেনার উদ্দেশ্যে পঞ্চগড়ে ট্রাকযোগে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক ব্যবসায়ী মারা যান। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ৪, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।