ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে আসামি ধরতে গিয়ে পুলিশসহ আহত ৩, গ্রেপ্তার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মে ৪, ২০২৩
চাঁদপুরে আসামি ধরতে গিয়ে পুলিশসহ আহত ৩, গ্রেপ্তার ৪

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ওয়ারেন্টভুক্ত মামলার আসামি মো. হোসাইন বেপারীকে (৩২) গ্রেপ্তার করতে গিয়ে তার স্ত্রীসহ বাড়ির লোকজনের হামলায় পুলিশসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।  

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে।

ঘটনায় জড়িত নারী-পুরুষসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে গ্রেফতার চার আসামিকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সদর লক্ষ্মীপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের শাহজাহান বেপারী বাড়ির শাহাদাত খান (৫৫), মো. খালেক বেপারী (৫০), শিউলি বেগম (৩৪) ও ওয়ারেন্টভুক্ত আসামি হোসাইনের স্ত্রী শারমিন বেগম (২৪)।

আহতরা পুলিশ সদস্যরা হলেন-থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) কফিল উদ্দিন, কনস্টেবল প্রাণ ভল্লব ও সিএনজি চালিত অটোরিকশা চালক শফিউল্লাহ বেপারী।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ২ মে দিনগত রাত পৌনে ১০টার দিকে শ্রীরামপুর বেপারী বাড়িতে ওয়ারেন্টভুক্ত আসামি হোসাইন বেপারীকে গ্রেপ্তার করতে যায় এএসআই কফিল উদ্দিন ও কনস্টেবল প্রাণ ভল্লব। এ সময় গ্রেপ্তারকৃত আসামি শিউলী ও শারমিন চিৎকার করে ও আসামি ধরতে বাধা দেন। যার কারণে আসামি কৌশলে পালিয়ে যায়। এ সময় গ্রেপ্তারকৃত আসামিসহ আরও বেশ কয়েকজন পুলিশের ওপর হামলার করে। এতে গুরুতর আহত করেন ওই তিনজন।

এ ঘটনায় বুধবার (৩ মে) রাতে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকরামুল হক বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২৫ জনের বিরুদ্ধে মামলা করে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিত চার আসামিকে গ্রেপ্তার করে। এ সময় ঘটনাস্থল থেকে ১০পিস ইটের ও চারটি কাঠের টুকরো, তিনটি লোহার রড, এসএস পাইপ একটি, লোহার দা একটি, সিএনজি চালিত অটোরিকশার ভাঙা গ্লাসের টুকরো জব্দ করে পুলিশ।

ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি সাবেক ইউপি সদস্য হোসাইন বেপারীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ০৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।