ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনার যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মে ১২, ২০২৩
খুলনার যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না ছবি: সংগৃহীত

খুলনা: ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন খুলনার বেশকিছু এলাকায় শনিবার (১৩ মে) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ওইদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

ওজোপাডিকোর বিক্রয়-বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইকবাল নগর, পুরাতন সন্ধ্যা বাজার, রায়পাড়া, মুসলমান পাড়া, জাহিদুর রহমান সড়ক, সফেদাতলা মোড়, গফফারের মোড়, বাগমারা মেইন রোড, মতলেবের মোড়, মিস্ত্রিপাড়া, সোনামনি স্কুল ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিধাম মোড়, পুরাতন সন্ধ্যা বাজার, সাত রাস্তা, দোলখোলা মোড়, শিতলাবাড়ী, মৌলভীপাড়া, টিবি বাউন্ডারী রোড, টুটপাড়া সেন্ট্রাল রোড, লোহার গেট, পূর্ব বানিয়াখামার, রাস্তার মাথা ও আশপাশ এলাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত কেডিএ এভিনিউ, রয়্যাল চত্বর, টুটপাড়া, দিলখোলা রোড, জোড়াকল বাজার, দারোগাপাড়া, তালতলা হাসপাতাল রোড, টুটপাড়া মেইন রোড, মহিরবাড়ি খালপাড়, ফরিদ মোল্লার মোড়, পশ্চিম টুটপাড়া, মোল্লা বাড়ির মোড় ও আশপাশ এলাকায়ও বিদ্যুৎ থাকবে না।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মে ১২, ২০২৩
এমআরএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।