ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ফেনসিডিল-হেরোইনসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মে ১৭, ২০২৩
মানিকগঞ্জে ফেনসিডিল-হেরোইনসহ আটক ৪ মাদকসহ আটকরা

মানিকগঞ্জ: মানিকগঞ্জে ২০বোতল ফেনসিডিল ও ২৫ গ্রাম হেরোইনসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার (১৭ মে) দুপুরের দিকে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ছোয়ালপাড়া এলাকার মো. শাহদৎতের স্ত্রী সালমা বেগম (৩৩), মো. শাজাহান সরকারের ছেলে মো.সোহাগ মিয়া (২৫), মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার উত্তর তরা এলাকার মৃত নওয়াব আলী দেওয়ানের ছেলে মো. শাকিল দেওয়ান (৪২) ও মানিক রবি দাসের ছেলে নিমাই রবিদাস (৪০)।

জেলা গোয়েন্দা পুলিশের  ইনচার্জ আবুল কালাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযোন বুধবার (১৭ মে) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের উথুলী সংযোগ মোড় এলাকা থেকে ২০ বোতল ফেনসিডিলসহ সালমা ও সোহাগ মিয়াকে আটক করা হয়। পৃথক অভিযানে রাতের দিকে শাকিল দেওয়ান ও নিমাই রবিদাসকে সদর উপজেলার ভুল জয়রা এলাকা থেকে ২৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানা ও শিবালয় থানায় পৃথক দুটি মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মে ১৭, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।