ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় বিষপানে কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মে ১৯, ২০২৩
নওগাঁয় বিষপানে কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

নওগাঁ: নওগাঁ শহরের দপ্তরিপাড়া এলাকায় জ্যোতি (২১) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।  

শুক্রবার (১৯ মে) বেলা ১১টার দিকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।

 

নিহত জ্যোতি শহরের আরজী নওগাঁ দপ্তরিপাড়ার বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে। এবং রানীনগর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।  

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১৮ মে) দিনগত রাতে বিষপান করে জ্যোতি। এরপর পরিবারের লোকজন প্রথমে নওগাঁ সদর হাসপাতাল এবং পরবর্তীতে বগুড়া মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

সংবাদ পেয়ে শুক্রবার দুপুরে তার বাসা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত জ্যোতি কোনো একটি বিষয়ে মানসিকভাবে ডিপ্রেশনে ছিল। এজন্য বিষপানে আত্মহত্যা করে থাকতে পারে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ