ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সায়েন্সল্যাবে বাসে আগুন, বিএনপি কর্মীদের বিরুদ্ধে আইনি পথে বিআরটিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মে ২৩, ২০২৩
সায়েন্সল্যাবে বাসে আগুন, বিএনপি কর্মীদের বিরুদ্ধে আইনি পথে বিআরটিসি

ঢাকা: রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় দলটির নেতাকর্মীরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) একটি বাস ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে ডিপো ম্যানেজারদের নির্দেশ দিয়েছে সরকারি এই পরিবহন সংস্থাটি।

মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায় বিআরটিসির সচিব মোহাম্মদ সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়ার তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ (২৩ মে) ঢাকা নগর পরিবহনের ২৬ নং রুটে পরিচালিত জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণাধীন ঢাকা মেট্রো-ব-১৫-৫০০২ রেজিষ্ট্রেশন নম্বরের বাস ও ২১ নং রুটে পরিচালিত মোহাম্মাদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণাধীন ঢাকা মেট্রো-ব-১৫-৬১৬০ নম্বর বাসে আনুমানিক বিকেল ৪টা ২০ মিনিটের দিকে সাইন্সল্যাব নামক স্থানে বিএনপির মিছিল থেকেেইট-পাটকেল ছুঁড়লে বাসের চালক আহত হন। বাস দুটির উইন্ডশিল্ড গ্লাসসহ ১৫টি জানালার গ্লাস ভেঙে যায়। যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ার পর ঢাকা মেট্রো-ব-১৫-৫০০২ রেজিষ্ট্রেশন নম্বরের বাসে মিছিল সমর্থনকারীরা আগুন ধরিয়ে দেয়। ফলে উক্ত বাসের ২টি সিট সম্পূর্ণ পুড়ে যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পর ২৬ নং রুটের ঢাকা মেট্রো-ব-১৫-৫০০২ রেজিষ্ট্রেশন নম্বরের বাসটি সাইন্সল্যাব এলাকায় পুলিশের হেফাজতে রয়েছে এবং ঢাকা মেট্রো-ব-১৫-৬১৬০ রেজিষ্ট্রেশন নম্বরের বাসটি মোহাম্মদপুর বাস ডিপোতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়াতের জন্য ডিপো নির্দেশ দেওয়া হয়েছে।

নগর পরিবহনের ঢাকা দক্ষিণের পরিচালক ধ্রুব আলম বলেন, ভাঙচুরের পরে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে বিআরটিসিকে বলা হয়েছে।

বাস সার্ভিস পুনরায় কখন শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, আজকে বন্ধ আছে, আগামীকাল চালু হবে কিনা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এনবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।