কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় ১৬টি স্বর্ণের বারসহ মো. রায়হান বিন ফারুকী (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে সকাল সাড়ে ৯টায় উপজেলার রেজুখাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। রায়হান বিন ফারুকী উখিয়ার কুতুপালং পূর্বপাড়া গ্রামের মৃত ওমর ফারুকের ছেলে।
কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে জানান, সকালে উখিয়ার রেজুখাল ব্রিজের চেকপোস্টে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেলের সিটের নিচ থেকে ১৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার আনুমানিক ওজন দুই কেজি ৬৫৬ গ্রাম।
তিনি জানান, স্বর্ণের বারগুলোর বৈধ কোনো কাগজপত্র না থাকা ও ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালানি কাজে জড়িত থাকায় একজনকে আটক করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এসবি/আরআইএস