ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চার মোবাইল কোম্পানিকে ২৫০০ কোটি টাকা রাজস্ব দিতে নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুন ৫, ২০২৩
চার মোবাইল কোম্পানিকে ২৫০০ কোটি টাকা রাজস্ব দিতে নির্দেশ

ঢাকা: দেশের চারটি মোবাইল কোম্পানিকে সরকারের অনাদায়ী আড়াই হাজার কোটি টাকা রাজস্ব পরিশোধ করতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সিদ্ধান্ত দিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আসিনুল হক।

সোমবার (৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের লিখিত উত্তরে আইনমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, সরকারের রাজস্ব সংক্রান্ত পাওনা আদায়ের মামলাসমূহ নিষ্পত্তির লক্ষ্যে সুপ্রিম কোর্ট অগ্রাধিকার দিয়েছেন। যে সকল রিট-মামলার কারণে সরকারের বিশাল পরিমাণ রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে প্রধান বিচারপতির সদয় নির্দেশনাক্রমে এসব রিট বেঞ্চসমূহ বা এ ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছেন।

চলতি বছরের জানুয়ারিতে আপিল বিভাগ মোট নয়টি মামলার একত্রে শুনানি করেন। পরে একটি রায়ে গ্রামীণফোন লিমিটেডকে ১ হাজার ১৬৩ কোটি; রবি আজিয়াটা ও এয়ারটেল লিমিটেডকে (৬৬৫+৫০) ৭১৫; বাংলালিংক লিমিটেডকে ৬২৫ কোটি করে সর্বমোট আড়াই হাজার কোটি টাকা অনাদায়ী রাজস্ব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) তথা সরকারকে দিতে যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছেন।

বিগত বছরেও উচ্চ আদালত রাজস্ব সংক্রান্ত উল্লেখযোগ্য পরিমাণ মামলা নিষ্পত্তির করেন। যাতে সরকারের বিপুল অংকের রাজস্ব আদায় হয়।

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বের অধিবেশন পরিচালনা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুন ৫, ২০২৩
এসকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।