ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশি বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুন ৮, ২০২৩
ঝিনাইদহে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশি বাধা

ঝিনাইদহ: দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে ঝিনাইদহে পুলিশি বাধায় অবস্থান কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে জেলা শহরের বিদ্যুৎ অফিসের পাশে তসলিমা ক্লিনিকে সামনে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা।

সেখান থেকে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধায় সেখানে বিক্ষোভ সমাবেশ করে তারা।  

এতে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পুসহ অন্যরা বক্তব্য দেন।

সমাবেশে, সরকারের ব্যর্থতার কারণে বিদ্যুতের এই ভয়াবহ পরিস্থিতি উল্লেখ করে সরকারকে পদত্যাগ করার দাবি জানানো হয়। দ্রুত বিদ্যুতের সমস্যার সমাধান না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

সমাবেশ শেষে মিছিল যোগে বিদ্যুৎ অফিসে স্বারকলিপি দিতে গেলে তাতেও বাধা দেয় পুলিশ। পরে বিএনপির কয়েকজন প্রতিনিধি গিয়ে স্মারকলিপি দেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুন ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।