রাজবাড়ী: রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া রাজধানী ঢাকাগামী পরিবহন চলাচল ২ দিন ধরে বন্ধ রয়েছে।
শুক্রবার ( ১৬ জুন ) সকাল থেকে ঢাকাগামী কোন পরিবহন রাজবাড়ী থেকে ছেড়ে যায়নি।
এতে ঢাকাগামী ও রাজবাড়ীগামী যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরের পর থেকেই গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজবাড়ীর রাবেয়া পরিবহন, সুবর্ণ পরিবহন, সৌহাদ্য পরিবহনসহ রাজধানী ঢাকাগামী সব পরিবহন চলাচল বন্ধ করে দেয় রাজবাড়ী জেলা বাস মালিক সমিতি।
রোববার রাজবাড়ী মুরগি ফার্ম এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকাগামী সকল পরিবহন কাউন্টার গুলো বন্ধ রয়েছে। তবে লোকাল গাড়ি চলাচল করছে।
ঢাকাগামী যাত্রী ইলিয়াছ মন্ডল বলেন, সকালে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে এসে জানতে পারি পরিবহন বন্ধ। পরে লোকাল গাড়িতে করে যেতে হচ্ছে।
রাজবাড়ী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও রাবেয়া পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম লিটন বলেন, রাজবাড়ীর কোনো পরিবহন পদ্মা সেতু দিয়ে যেতে দেওয়া হয় না। কিন্তু গোল্ডেন লাইন কেন পদ্মা সেতু দিয়ে যাবে। এ কারণে আমরা পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছি।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এসএএইচ