ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় পধচারীর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জুন ২০, ২০২৩
মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় পধচারীর নিহত প্রতীকী ছবি

মাগুরা: মাগুরা শ্রীপুর উপজেলার লাঙ্গলবাধ-শ্রীপুর সড়কের নতুন বাজার এলাকায় আশরাফ আলী মীর (৭৫) নামে নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ জুন) সকালে নতুন বাজার এলাকায এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতের ছেলে জিয়ারুল ইসলাম মীর জানান, সকালে আশরাফ আলী নতুন বাজার এলাকায় বাজার করতে যান। বাজার শেষে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সড়কের পাশে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশরাফ আলীর মৃত্যু হয়।

মাগুরা হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার অমর প্রসাদ বিষয়টি নিশ্চিত করেন।  

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চনকুমার রায় বলেন, মরদেহ ওই হাসপাতালের মর্গে রাখা আছে। ঘাতক মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ২০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।