ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
কাপ্তাই হ্রদে ডুবে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই হ্রদে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে তন্ময় বড়ুয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৩ জুন) বিকেলের দিকে জেলা শহরের বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তন্ময় ওই শহরের রিজার্ভ বাজার ১ নম্বর পাথরঘাটা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে তন্ময় ও তার বন্ধুরা কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হন। বিকেলে তারা বালুরচর এলাকা গিয়ে বোট থেকে নেমে হ্রদের পানিতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তন্ময় হ্রদের পানিতে তলিয়ে যান। তার বন্ধুরা তাকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে, ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীর তলদেশ থেকে মরদেহ উদ্ধার করে।  

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. দিদারুল আলম বলেন, আমাদের ডুবুরি দল খুব অল্প সময়েই নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। মরদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।  

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি রাঙামাটি সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।