মেহেরপুর: গত কয়েকদিন ধরে মেহেরপুরে বেড়েই চলেছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে দাম গিয়ে ঠেকেছে প্রায় দ্বিগুণে।
সোমবার (২৬ জুন) মেহেরপুর বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। মেহেরপুর বড় বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে খুচরা ২৮০ থেকে ৩০০ টাকা কেজি।
গত এক সপ্তাহ আগেও দাম ছিল ১৬০ থেকে ১৮০ টাকা কেজি। অথচ সপ্তাহের ব্যবধানেই সেটি ছাড়িয়েছে দ্বিগুণ।
বড় বাজার এলাকার খুচরা বিক্রেতাদের দাবি, বৃষ্টির অভাবে কাঁচা মরিচের গাছ মরে যাচ্ছে। এ কারণে ফলনও কমে গেছে ও বাজারে মরিচ আমদানি কম হচ্ছে।
গাংনী বাজারের খুচরা বিক্রেতা খলিলুর রহমান জানান, বিভিন্ন পণ্যের দাম কিছুটা বেশি থাকায় ক্রেতাদের সঙ্গে প্রতিদিনই কথা কাটাকাটি হয়। এরমধ্যে হঠাৎ কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হওয়ায় ক্রেতাদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।
গাংনী বাজারের কাঁচামাল ব্যবসায়ী জিয়ারুল ইসলাম বলেন, কৃষকরা গত কয়েকদিন ধরে আগের মতো কাঁচা মরিচ সরবরাহ করতে পারছেন না। আমদানি কমে যাওয়ায় দামও বেড়ে গেছে।
এনজিও চাকরিজীবী নাইম হোসেন কাঁচাবাজার করতে এসে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, বিভিন্ন নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে এমনিতেই নাভিশ্বাস ক্রেতাদের। এর মধ্যে মরিচের দাম বৃদ্ধিটা চিন্তার বিষয়। নিয়মিত বাজার মনিটরিং হচ্ছে না বলেই এমনটা হচ্ছে।
এদিকে, নিয়মিত বাজার মনিটরিং না থাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হঠাৎ বেড়ে গেছে বলে অভিযোগ ক্রেতাদের।
মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, রেগুলার বাজার মনিটারিং হচ্ছে। নিরাপদ খাদ্য অধিদপ্তর ছাড়াও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারপরেও আরও জোরালোভাবে বাজার মনিটারিং করার ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
এফআর