ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে একদিনে বাবা-ছেলেসহ ৩ জনের অপমৃত্যু, নিখোঁজ ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
নাটোরে একদিনে বাবা-ছেলেসহ ৩ জনের অপমৃত্যু, নিখোঁজ ১

নাটোর: নাটোর সদর, লালপুর ও নলডাঙ্গা উপজেলায় একদিনে বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা-ছেলেসহ তিনজন। এছাড়া নিখোঁজ রয়েছেন একজন।

 

রোববার (২ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর সদর উপজেলার গুনারি গ্রামে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন শুকুর (৪৫) ও তার ছেলে শুভ (১৩)।  

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

একই দিন বিকেলে বৃষ্টির পর লালপুরের মিশ্রিপাড়ার ফুটবল মাঠে বজ্রপাতে প্রাণ হারান শপথ (৩৫) নামে এক যুবক। লালপুর থানার ওসি উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন।

এদিকে দুপুরে নলডাঙ্গায় রেল ব্রিজ পার হওয়ার সময় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় বার্নাই নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন এক যুবক। তার নাম পরিচয় জানা যায়নি। নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
এসআই


 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।