ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু প্রতীকী ছবি

মাগুরা: মাগুরার শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সব্রত বিশ্বাস (৩৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার সব্দলপুর ইউনিয়নের জারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুব্রত ওই গ্রামের প্রমথ বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে একটি সফলের মাঠে ধানের বীজতলা তৈরি করতে যান সুব্রত। সেখানে তিনি বীজতলায় বৈদ্যুতিক সেচ পাম্পের মাধ্যমে পানি দিচ্ছিলেন জমিতে। পানি দেওয়া শেষ হলে বৈদ্যুতিক সেচ পাম্পের সুইচ বন্ধ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।