ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, পথচারী নিহত দুর্ঘটনাকবলিত বাস দুটি

সাভার (ঢাকা): সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ডে দাঁড়ানো একটি যাত্রীবাহী বাসে পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে আসা আরেকটি বাসের ধাক্কায় গণেশ (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুর্ঘনাকবলিত বাস দুইটিতে থাকা কয়েকজন যাত্রী।

 

শনিবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গণেশ সাভারের বনগাঁও ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।  

পুলিশ জানায়, বলিয়ারপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলচ্ছিল মৌমিতা পরিবহনের একটি বাস। এ সময় পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একে ট্রাভেলস পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে মৌমিতা পরিবহনের বাসটি সড়কের পাশে পড়ে গিয়ে চাপায় গণেশ নামে ওই পথচারী ব্যক্তি নিহত হন। ধাক্কা দেওয়া একে ট্রাভেলসের বাসটিও ডিভাইডারের ওপর উঠে যায়। এ ঘটনায় আহত হয়েছে দুই বাসে থাকা কয়েকজন যাত্রী।  

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া বাস দু’টিকে জব্দ করা গেলেও চালক ও সহযোগীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
এসএফ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।