ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঘুরে ঘুরে ইয়াবা বিক্রি, ছদ্মবেশী কারবারি আটক 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
ঘুরে ঘুরে ইয়াবা বিক্রি, ছদ্মবেশী কারবারি আটক  আটক পারভেজ

ঢাকা: রাজধানীর মিরপুরে মো. পারভেজ (২৮) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটক পারভেজ গাড়িতে প্যাসেঞ্জারের আড়ালে ঘুরে ঘুরে ইয়াবা বিক্রি করতেন।

বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় মিরপুর ৬ নম্বর সেকশন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি জানান, আটক পারভেজ একজন ছদ্মবেশী ইয়াবা কারবারি। তিনি ভাড়ায় প্রাইভেট কার চালান। মূলত তিনি এই প্রাইভেট কার চালানোর আড়ালেই ইয়াবা বিক্রি করেন। প্রাইভেট কার নিয়ে তিনি বিভিন্ন স্থানে ঘুরেন। এরপর রাত হলেই বিভিন্ন ক্রেতার কাছে তা পৌঁছে দেন।

ওসি আরও জানান, আটকের পরপরই তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ২০০ ইয়াবা জব্দ করা হয়। পারভেজের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।