ঢাকা, মঙ্গলবার, ১৫ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই ২০২৪, ২৩ মহররম ১৪৪৬

জাতীয়

কলেজছাত্র প্রান্ত হত্যার হোতাসহ গ্রেপ্তার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
কলেজছাত্র প্রান্ত হত্যার হোতাসহ গ্রেপ্তার ৪

ফরিদপুর: ফরিদপুরে আলোচিত কলেজছাত্র প্রান্ত মিত্র (২৩) হত্যার হোতাসহ জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (০১ আগস্ট) সন্ধ্যায় ও বুধবার (০২ আগস্ট) ভোর রাতে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ফরিদপুর শহরের গুহলক্ষীপুর এলাকার শাহীন শেখের ছেলে সজীব শেখ (২৩) ও একই এলাকার আ. সামাদ শেখের ছেলে মাসুম শেখ (৩৪), জেলা সদরের মমিনখাঁর হাট এলাকার আবু তালেব মল্লিকের ছেলে ইস্রাফিল মল্লিক (৩৪), জেলা শহরের টেপাখোলা এলাকার লিটন ব্যাপারীর ছেলে সিফাতুল্লাহ বেপারী (১৯)।

বুধবার (০২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।  

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, কলেজছাত্র প্রান্ত মিত্রের কাছে থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় ধস্তাধস্তির একপর্যায়ে প্রান্তের বুকের বাম পাশে পেটের উপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন সজীব শেখ। প্রান্ত মারা গেলে তাকে সড়কের রোড ডিভাইডারের ওপর ফেলে রেখে যায় তারা।

এসপি শাহজাহান বলেন, গ্রেপ্তার সজীব শেখের নামে ছয়টি, ইস্রাফিল মল্লিকের নামে নয়টি, সিফাতউল্লাহ ব্যাপারী ও মাসুম শেখের নামে বিভিন্ন থানায় দুটি করে মামলা রয়েছে।  

এসপি বলেন, প্রান্তকে হত্যার পর ওই রাতে শহরের কমলাপুরের তেঁতুলতলা এলাকায় ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়াকে কুপিয়ে মারাত্মক জখম করেন গ্রেপ্তাররা। এসময় তার কাছে থেকে মোবাইল ফোন ও বেশকিছু টাকাও ছিনিয়ে নেয় তারা।

তিনি বলেন, একই রাতে শহরের আলিপুরের বাদামতলী রোডে এক সবজিবিক্রেতা ভ্যানচালকের কাছ থেকে নগদ ৩ হাজার টাকা ছিনতাই করে তারা। এছাড়া, ওই রাতেই শহরের ঝিলটুলী এলাকায় এক মসজিদের ইমামের পথরোধ করে চাপাতি দিয়ে ভয় দেখিয়ে মোবাইল ফোন ও নগদ ৭০০ টাকা ছিনিয়ে নেয় তারা।

ফরিদপুরের এ পুলিশ সুপার বলেন, তদন্তের শুরুতে প্রাথমিকভাবে ধারণা করা হয় একই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে জেলা পুলিশ, থানা পুলিশ ও ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি চৌকস দল গঠন করা হয় এবং ঘটনাস্থল ও আশপাশের ভিডিও ফুটেজ পর্যালোচনাসহ বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রাথমিকভাবে অভিযুক্তদের চিহ্নিত করা হয়।  

পরে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার (০১ আগস্ট) সন্ধ্যা ৭টায় অভিযুক্ত মো. সজীব শেখ ওরফে তানভীর আহমেদ সজীবকে (২৩) ডিএমপির শ্যামপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  
এসময় উদ্ধার করা হয় চুরি হওয়া মোবাইল সেট। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একইদিন রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুরের মধুখালী থানা এলাকা থেকে আসামি ইস্রাফিল মল্লিককে গ্রেপ্তার করা হয়।  
তার কাছে থেকে জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়ার নিকট থেকে ছিনতাই করা স্যামসাং এস ২১ আল্ট্রা মোবাইল সেট উদ্ধার করা হয়।  

পরে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী একইদিন রাত দেড়টার দিকে কানাইপুরের বাসিন্দা রাজীবের পরিত্যক্ত বাড়ি থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সেডান গিয়ার ছুরি, একটি চাপাতি ছুরি উদ্ধার করা হয়।

ইসরাফিলের দেওয়া তথ্যমতে, আসামি সিফাতকে কোতয়ালি থানাধীন টেপাখোলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে সজীবের রক্তমাখা শার্ট ও একজোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়।  

গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যানুযায়ী, একইদিন ভোর রাত সাড়ে ৪ টার দিকে অভিযুক্ত মাসুমকে শহরের ভাজনডাঙ্গা টিবি হাসপাতাল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।  

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ জলিল, ডিবির ওসি (কোতোয়ালি জোন) মো. রাকিবুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন এবং প্রিন্ট-ইলেকট্রিন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই দিবাগত রাত আড়াইটার দিকে হৃদয় নামে এক বন্ধুর ফোন পেয়ে শহরের ওয়ারলেসপাড়ার বাসা থেকে রিকশায় করে শিশু হাসপাতালের উদ্দেশ্যে যাওয়ার পথে ছুরিকাঘাতে নিহত হন প্রান্ত। এর দুদিন পরে বুধবার (২৭ জুলাই) দিবাগত রাতে প্রান্তের বাবা বিকাশ মিত্র অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।