ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুজিবনগরে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
মুজিবনগরে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ২ যুবক আটক

মেহেরপুর: মুজিবনগর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের হাতে দুই বাংলাদেশি যুবক আটক হয়েছেন।

আটকরা হলেন- মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামের মৃত আয়ূব হোসেনের ছেলে এনামুল হোসেন (২৫) ও একই গ্রামের জামাল আলীর ছেলে হাবিবুল ইসলাম (২৩)।

রোববার (৬ আগস্ট) দিনগত রাতে মুজিবনগর উপজেলার আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৪ এর কাছে বাংলাদেশের ১০ গজ অভ্যন্তরে আনন্দবাস গ্রামের কাকডাঙ্গা মাঠের মধ্যে থেকে তাদের আটক করা হয়।

৬ বিজিবির আনন্দবাস বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলাউদ্দীন বিশ্বাসের নেতৃত্বে বিজিবির একটি টহল দল তাদের আটক করে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাতেই দুই যুবকের নামে পাসপোর্ট আইনের ১১(গ) ধারায় মামলা দেওয়া হয়েছে।

আজ সোমবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে আটক দুই যুবককে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।