ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু  প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর ১ নম্বর ওয়ার্ড খাগডহর ঘন্টি এলাকায় ট্রেনের ধাক্কায় টিপু সুলতান (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

রোববার (১৩ আগস্ট) সকালে ওই এলাকার রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

 

নিহত টিপু জেলার মুক্তাগাছা উপজেলার আটানিপাড়া এলাকার অচিন্দ্র লাল বড়ুয়ার ছেলে।  

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহম্মেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি জানান, নিহত যুবকের মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মর্গের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।