ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১৪ মামলার আসামি ফের হেরোইনসহ আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
১৪ মামলার আসামি ফের হেরোইনসহ আটক

রাজশাহী: মাদকসহ বিভিন্ন অভিযোগে আগেই শহিদুল ইসলামের (৪২) বিরুদ্ধে ১৪ মামলা রয়েছে। নতুন করে আবারও ১০০ গ্রাম হেরোইনসহ তিনি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে ধরা পড়েছেন।

 

মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার বহরমপুর মধ্যপাড়া থেকে তাকে আটক করেছে ডিবি পুলিশ।

আটক শহিদুল ইসলাম রাজশাহীর দুর্গাপুর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।

রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, রাজশাহী জেলা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) আতিকুর রেজা সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ শহিদুল ইসলামকে আটক করা হয়। তিনি এই উপজেলার চিহ্নিত মাদক কারবারি।  

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, তার বিরুদ্ধে রাজশাহীর দুর্গাপুর থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১৪টি মামলা রয়েছে। আটকের পর কারাগারে থাকেন। জামিন নিয়ে আবারও বাইরে এসে মাদক কারবার করেন। আজ হেরোইনসহ আটকের পর তার বিরুদ্ধে নতুন করে মাদক নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।  

জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৩
এসএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।