ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আনন্দবাজারের প্রতিবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
আনন্দবাজারের প্রতিবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: ভারতের  আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত সরকার অত্যন্ত পরিপক্ব। তারা যেটা ভালো মনে করে সেটাই করেছে।

আমাদের তাদের সম্পর্কে কোনো কিছু বলার নেই।

রোববার (২০ আগস্ট)  সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ ইস্যুতে ভারত ওয়াশিংটনকে বার্তা দিয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো ভাষ্য আছে কিনা- জানতে চাওয়া হয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে।

এ সময় ড. মোমেন বলেন, ভারত সরকার অত্যন্ত পরিপক্ব । তাদের একটি অত্যন্ত শক্তিশালী গণতান্ত্রিক দেশ। তারা যেটা ভালো মনে করে, সেটাই তারা করেছে। আমাদের তাদের  সম্পর্কে কোনো কিছু বলার নেই। তারা নিজেদের জন্য এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য যদি কিছু বলে থাকেন, অবশ্যই এটা অত্র এলাকার উপকারে আসবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন  মোমেন।

বাংলাদেশ সময় : ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩

টিআর/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।