ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
সলঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু মৃত শিশুর বাড়ি স্বজন-প্রতিবেশীদের ভিড়।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় ডোবার পানিতে ডুবে চাচাতো ভাই দুই শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার (২৩ আগস্ট) বিকেলে সলঙ্গা থানাধীন ঘুড়কা ইউনিয়নের বাসুদেবকোল দক্ষিনপাড়ায় এ ঘটনা ঘটে।

সন্ধ্যার দিকে তাদের মরদেহ উদ্ধার করে স্বজনরা। মৃত শিশুরা হলো, বাসুদেবকোল দক্ষিণপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে সিহাব (৯) ও মনিরুল ইসলাম লাবুর ছেলে অনিক আহম্মেদ (৮)।  

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, বিকেলে বাড়ির পাশে ডোবার পাড়ে খেলছিল সিহাব ও অনিক। খেলতে খেলতে দুজনেই পানিতে পড়ে ডুবে যায়। স্বজনরা অনেক খুঁজেও তাদের সন্ধান পায় না। পরে ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।