চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজ হওয়ার ১১ দিনপর গোলাম মোস্তফা (২২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার বাশঁবাড়িয়া এলাকা সংলগ্ন মাথাভাঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোস্তফা একই উপজেলার মোড়ভাঙ্গা গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে। তিনি হাটবোয়ালিয়া বাজারস্থ জননী স্টোর নামে একটি মুদি দোকানে কর্মচারী ছিলেন। গত ১৪ আগস্ট রাত ৯টার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন।
স্থানীয়রা জানান, দুপুরে বাশঁবাড়িয়া এলাকা সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে নৌকা পারাপারের সময় এক যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি, তদন্ত) একরামুল হুসাইন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এসআরএস