ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রামপুরায় কয়েকটি গাড়িকে ট্রাকের চাপা, নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
রামপুরায় কয়েকটি গাড়িকে ট্রাকের চাপা, নিহত ১

ঢাকা: রাজধানীর রামপুরা টিভি সেন্টার সংলগ্ন সড়কে ফুটওভার ব্রিজের নিচে একটি পাথর বোঝাই  ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি যানবাহনকে চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন সাগর ইসলাম (২৩) নামে এক যুবক।

এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পুলিশ হাসপাতালে পাঠিয়েছে।

বুধবার (৩০ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে রামপুরা টিভি সেন্টারের সামনে মেইন সড়কের ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করে চালককে আটক করে পুলিশ।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বাড্ডা থেকে রামপুরাগামী পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি অটোরিকশা ও ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান, আহত হন চারজন। আহতদের হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহত সাগর ইসলাম মাদারীপুরের নুর আলমের ছেলে। তিনি যাত্রাবাড়ীর মিরেরটেক এলাকায় থাকতেন বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
এজেডএস/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।