ব্রাহ্মণবাড়িয়া: ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে সারাদেশে বেড়েছে ডাবের দাম। এ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ায় ডাবের দোকানগুলোতে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে সাড়ে ছয় হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে জেলা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, ডাবের বাজারদর স্থিতিশীল রাখতে অভিযান চালানো হচ্ছে। অভিযানে ডাবের কেনা দামের রশিদ না রাখায় এবং বাড়তি দামে ডাব বিক্রি করায় দুই ডাব ব্যবসায়ীকে মোট সাড়ে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ৯০ টাকায় ডাব কিনে ১৬০ টাকায় বিক্রি করায় রেলগেটের ডাব ব্যবসায়ী মো. শামীম মিয়াকে ৫০০০ টাকা এবং রেলস্টেশন এলাকার ডাবের আড়ত মায়ের দোয়ার মালিককে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ম্যাজিস্ট্রেট দেখে পালিয়ে যাওয়ায় মায়ের দোয়া আড়তের মালিকের নাম জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
এসআই